,

ইউপি সদস্যের বিরুদ্ধে সামুদ্রিক জেলে চাল বিতরনের স্লিপ বিক্রির অভিযোগ

মোঃ বেল্লাল হোসেন,দশমিনা(পটুয়াখলী)প্রতিনিধিঃ পটুয়াখালী দশমিনা ০৪ নং ইউনিয়নের ০১ নং ইউপি সদস্য মোঃ সেলিম মোল্লার বিরুদ্ধে সামুদ্রিক জেলেদের মাঝে চাল বিতরনের স্লিপ বিক্রির অভিযোগ উঠেছে।
জানা যায় সোমবার সকাল ১১ টায় ০৪ নং দশমিনা ইউনিয়নে ৬৫৬ জন সামুদ্রিক জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়। চাল বিতরণের মধ্যে ০১ নং ওয়ার্ডের মোঃ কাশেম সামদ্রিক জেলে পরিচয়ে দিয়ে ভিজিএফ স্লিপ নিয়ে চাল নিতে আসলে জনতার হাতে আটক হয়। তিনি মূলত মুধিদোকান করেন বলে জানা যায়। ¯িøপ কোথায় পেয়েছে জানতে চাইলে বলেন সেলিম মোল্লার কাছ থেকে ১ হাজার টাকা দিয়ে কিনছি। ঘটনা জানজানি হলে মোঃ কাশেন সকলের অগোচরে পালিয়ে যায় এবং জনগন ইউপি সদস্যকে অবরুদ্ধ করে রাখে। সামুদ্রিক জেলেদের ¯িøপ না দিয়ে স্বচ্ছল লোকদের ¯িøপ দেয়ায় তোপের মুখে পরে ইউপি সদস্য সেলিম মোল্লা। পরে ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন ও সাবেক পটুয়াখালী জেলা পরিষদ সদস্য জাকির হোসেন ভুট্টো পরিস্থতি নিয়ন্ত্রণ করেন।
ইউপি সদস্য সেলিম মোল্লা আজকের পত্রিকাকে বলেন আমি স্লিপ বিক্রি করিনি কাশেম সামদ্রিক জেলে কি না তা জানিনা তবে তাকে স্লিপ দিয়াছি।
সংরক্ষিত মহিলা সদস্য লাইজু আক্তারের স্বামী মোঃ রুবেল বলেন প্রকৃত সামুদ্রিক জেলেকে স্লিপ না দিয়ে সেলিম মোল্লা আতœীয় ও স্বচ্ছল লোকদের এবং বিভিন্ন লোকদের কাছে গোপনে স্লিপ বিক্রিকরে এটা নতুন না এরকম অভিযোগ বহু আছে।
ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল মাহমুদ লিটন আজকের পত্রিকাকে বলেন ০১ নং ইউপি সদস্যকে ২০ টি সামদ্রিক জেলেদের ভিজিপি চালের জন্য স্লিপ দিয়াছি। বিক্রির কথা লোক মুখে শুনেছি। চাল বিতরনের পর বিষয়টি দেখবো।
উপজেলা মৎস্য মেরিন ফিশারিস কর্মকর্তা নাজমুল হসান বলেন আমি বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে আলেচনা করে পরবর্তী কার্যক্রম গ্রহন করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *