,

ইতালিতে নানা‌ উৎসাহ উদ্দীপনায় দীপাবলী কালিপূজা সম্পন্ন

মিনহাজ হোসেন,বিশেষ প্রতিনিধি: প্রতিবছরের ন্যায় ইতালি রাজধানী রোমে কার্তিক মাসে অমাবস্যা তিথিতে দীপাবালী কালি পূজা উৎসব পালিত হয়। ইতালি জুড়ে হিন্দু সম্প্রদায়ের বাসাগুলি প্রদীপ এবং আলো দিয়ে আলোকিত করা হয়। তাদের কাছে দীপাবলি একটি গুরুত্বপূর্ণ উৎসব প্রদিপ ও মোমবাতি দিয়ে বাড়ি সাজানো, আতসবাজি, মিষ্ঠি, উপহার বিতরণ ও ধর্মীয় প্রার্থনা।

সোমবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর রোমে আয়োজিত ঔম হিন্দু ইন্টারন্যাশনাল সোস্যাল এন্ড কালচার এসোসিয়েশন ও হিন্দু পূজা উদযাপন পরিষদের আয়োজনে পৃথক ভাবে দুটি মন্দিরে ভক্তদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

অনেকেই মনের বাসনা পূর্ণকরতে কবুতর ও পাঠা বলি দিয়ে থাকে। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর পূর্জা অর্চনার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের অন্যতম শ্যামাপূজা ও দীপাবলি উৎসব। ইতালিতে বিভিন্ন মন্দিরে অরাধনা করছেন ভক্তরা তাদের বিশ্বাস কালি পূর্জা হচ্ছে শক্তির পুর্জা। জগতে সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের মধ্যই রয়েছে কালি পূজার মহত্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *