এম আবু হেনা সাগর,ঈদগাঁওঃকক্সবাজারের ঈদগাঁওতে একরাতের ব্যবধানে ৫ টাকা থেকে খিলি পানের দাম বৃদ্ধি করে ৭ ও ১০ টাকা করা হয়েছে। এতে করে দিশেহারা হয়ে পড়েছেন পান খেকোরা।
হঠাৎ করে খিলি পানের দামও বেড়ে যাওয়ায় পানে অভ্যস্থ তথা পান খেকোরা চরম বেকায়দায় পড়েছেন বলে জানা গেছে।
জানা যায়, ১৯ ডিসেম্বর রাত আনুমানিক এগারটার দিকে ঈদগাঁও বাজারস্থ একটি হোটেলে পান ব্যবসায়ী সমিতি একটি মিটিংয়ের মাধ্যমে সিদ্বান্ত নিলেন যে, পান সুপারী ও জর্দার দাম বৃদ্ধির কারনে ২০ ডিসেম্বর থেকে সাধারন খিলি পান ৭ টাকা ও মিষ্টি পান প্রতি খিলি ১০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি প্রতি পান দোকানে একটি করে লিফলেটও টাঙ্গিয়ে দেওয়া হয়।
মাধব্বর মার্কেট সম্মুস্থ পান ব্যবসায়ী দেলোয়ার জানান, গতকাল মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক আজ থেকে পানের খিলি ৫ টাকা থেকে বাড়িয়ে দুই দামে বিক্রি করার কথা জানালেন।
কজন পান খেকো জানান, একের পর এক পানের খিলির দাম বাড়ানোর কারনে আমরা হতাশ পান খেকোরা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply