,

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সবসময় তৎপর

মোঃ রাজিব হোসেন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ
আসন্ন ঈদুল-ফিতরে সড়ক ও নৌ-পথে যাত্রী এবং যানবাহন চাপ নিয়ন্ত্রণসহ নিরাপত্তা নিশ্চিত করতে মানিকগঞ্জ জেলা পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মানিকগঞ্জ পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াছমিন খাতুন রবিবার শিবালয়ের পাটুরিয়া ও আরিচা ঘাট পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরেন।

তিনি জানান, পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রণে এবার প্রতিটি যানবাহন ও ঘাট এলাকায় ভাড়ার তালিকা লাগাতে হবে। যানবাহনে অধিক যাত্রীবহন রোধে সড়ক ও নৌ-পথে পুলিশ-র‌্যাব, নৌ-পুলিশ, কোষ্টগার্ড ও সংশ্লিষ্ট বিভাগের অতিরিক্ত কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবে। বরাবরের ন্যায় এবারও ঈদের আগে-পরে তিনদিন পাটুরিয়া রুটের ফেরিতে সাধারণ পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে।

এছাড়া, পাটুরিয়া ঘাটে অতিরিক্ত যানবাহন চাপ সামলাতে ঘাটের উত্তর পার্শ্বে বিআরটিসি টার্মিনাল ব্যবহার করা হবে। মহাসড়ক ও সংযোগ রাস্তায় বালু ও মাটিবাহী কোন ট্রাক চলাচল করতে পারবে না। যাত্রী নিরাপত্তায় জরুরী সেবা ৯৯৯ ফোন ছাড়াও স্থানীয় পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা সেবা প্রদান করবে।

পুলিশ সুপার আরোও বলেন, এ বছর বিভিন্ন যানবাহন ও ঘাট এলাকাসহ ফেরি-লঞ্চে অজ্ঞান পার্টি, মলম পার্টি, পকেটমার, ছিনতাই রোধসহ যে কোন অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে সচেষ্ট থাকতে হবে। এমন পরিস্থিতিতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইমতিয়াজ মাহবুব, ট্রাফিক পুলিশের এডমিন হামিদুর রহমান, শিবালয় থানার ওসি (তদন্ত) মুজিবর রহমান, রবংগাইল হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ মোস্তাফিজুর রহমান, মানিকগঞ্জ প্রেস ক্লাব আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *