শ্যামনগর প্রতিনিধি : ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদে ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে ঈশ্বরীপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট ) সকাল ১০ টায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউএসএআইডি এর অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এস ডি আর আর প্রকল্পের কার্যক্রমের আওতায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় রেখে ঈশ্বরীপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ্যাড: জিএম শোকর আলী সভায় শুভেচ্ছা বক্তব্য ও শুভ উদ্বোধন করেন। আলোচনা সভায় অংশগ্রহণকারীগণ ইউনিয়ন এর বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা তুলে ধরেন এবং সিদ্ধান্ত গ্ৰহণ করেন তার মধ্যে আর আর এ পি আপডেট করা, জলবায়ু পরিবর্তনে তাদের করনীয় বিষয় সমূহ, সাইক্লোন সেল্টার পরিদর্শন করে সমস্যা সমূহ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্ৰহণ করা ও ভিত উঁচু করন সহ নতুন সাইক্লোন সেল্টার নির্মাণ করা। সভা পরিচালনা করেন এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা (ডি আর আর) দিপঙ্ককর সাহা। সভায় উপস্থিত ছিলেন ইউনিয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply