,

উখিয়ার ইয়াবাসহ ১টি লীনদরিয়া বাস ও ১জন আটক

আবু ছিদ্দিক (উখিয়া)উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী ও ০১ টি সিভিল মিনি বাস আটক করা করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। উখিয়া ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবাসহ ০১ জন আসামী ও ০১টি সিভিল মিনি বাস আটক করা হয়ঃ
সাম্প্রতি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার হচ্ছে মর্মে গোয়েন্দা সংবাদ পাওয়া যায়। ফলশ্রুতিতে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় টহল তৎপরতা জোরদার করা হয়। এরই ধারাবহিতকায় অধিনায়কের পরিকল্পনা ও দিকনির্দেশনায় অধীনস্থ ইমামের ডেইল চেকপোষ্টের টহলদল কর্তৃক অদ্য ২৫ জুন ২০২৫ তারিখ আনুমানিক ১৫২৫ ঘটিকায় টেকনাফ হতে কক্সবাজারগামী নীল দরিয়া নামে একটি সিভিল মিনি বাস ইমামের ডেইল চেকপোস্টের নিকট আসলে, কর্তব্যরত বিজিবি সদস্যগণ কর্তৃক তল্লাশি চলাকালে বাসের ইঞ্জিন কভারের নীচে কালো ট্যাপ দ্বারা প্যাচানো একটি পোটলা উদ্ধার করে। পরবর্তীতে বাসের ড্রাইভার মোঃ রুবেল (৩৭), পিতা- মৃত নবী হোসেন, গ্রাম-সুজাউ সওদাগর পাড়া, পোস্ট- কক্সবাজার (৪৭০০), থানা ও জেলা- কক্সবাজারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত পোটলায় ইয়াবা ট্যাবলেট বহন করছিল এবং কক্সবাজার নিয়ে অধিক লাভে বিক্রয় করবে বলে স্বীকার করে। ধারণা করা হয়, পূর্বে থেকেই এই যানবাহন ব্যবহার করে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকী দিয়ে মাদকের ব্যাবসা পরিচালনা করে আসছে। উদ্ধারকৃত পোটলা গণনা করে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এ ব্যাপারে আটককৃত আসামী ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও যাত্রীবাহী সিভিল মিনি বাস মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *