মোঃ আবু ছিদ্দিক( উখিয়া)
২৩ শে জুন ২০২৫ইংউখিয়া উপজেলার জালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড নুরার ডেইল এলাকায় ডাকাতের গুলিতে নিহত হয় নুরুল আমিন (প্রকাশ বাবুল) পিতা মৃত ইসহাক আহমদ নামে একজন। আর আহত হয় তার ভাই।
উক্ত ঘটনাটি ঘটে আনুমানিক রাত ৮টার সময়। আর এ ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন ইনানী পুলিশ ফাঁড়ির অফিসার দূর্জয় সরকার।
পুলিশ জানান, আমরা ঘটনাটির খবর জানা মাত্রই ঘটনাস্হলে উপস্থিত হয়। আর পুলিশ এক ভাইয়ের মৃত্যু হয় আরেক ভাই আহত হয় বলে জানান।
এলাকাবাসী জানান, আমরা গুলির আওয়াজ আর চিৎকার শুনে ঘটনা স্থলে উপস্থিত হয়ে দেখি তাদের বাড়ির টাকা পয়সা স্বর্ণ- অলংকার নিয়ে যায়।আর তাদের গুলিতে নিহত হয় বাবুল আর আহত তার ভাই। তাদেরকে ককসবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালের কর্তৃপক্ষ বাবুলকে মৃত বলে জানান।
আর নিহতের ভাই চিকিৎসাধীন অবস্থায় আছেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply