,

উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের কবিতা পাঠের আসর অনুষ্ঠিত

দুর্লভ রায়,জেলা প্রতিনিধি( দিনাজপুর) দিনাজপুরের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ তার ঐতিহ্য বজায় রেখে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে আদর্শ কলেজ মাঠে কবি সাহিত্যকদের নিয়ে বিশাল মিলনমেলার আয়োজন করে।
“কবি কন্ঠে কবিতা পাঠ” শীর্ষক কবিতা পাঠের আসরে উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদ দিনাজপুর এর সভাপতি বিশিষ্ট কবি আব্দুল হাই এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইতি ইব্রাহিমের সঞ্চালনায় কবিতা পাঠ করেন আজাদ কালাম, অধ্যক্ষ ড. টিটো রেদওয়ান, শিক্ষাবীদ শফিকুল ইসলাম, মাসুদ মোস্তাফিজ, চাষা হাবীব, ফরিদুল ইসলাম মিলন, কমল কুজুর, নিরঞ্জন হিরা, মমিনুল ইসলাম, কাশী কুমার দাস ঝন্টু, এ্যাডঃ সৈয়দ কেরামত হোসেন, ইয়াসমিন আরা রানু, আব্দুর রাজ্জাক, স্বপন কুমার সাহা, মীর শিরীন, শিমতি নীলটিকা, রোজিনা খাতুন, ফেরদৌস বাহার, মোঃ হোসেন, মমিনুল বাহার খোকন। বক্তারা বলেন কবিতাকে চার দেওয়ালে বন্দি করে রাখা যাবে না। কবিতার মাধ্যমে মানুষের বিবেককে জাগ্রত করতে হবে। আমাদের দেশের গরিব মানুষেরা অন্য কোনো ভাষা জানে না। তারা বাংলা ভাষায় কথা বলে তারাই বাংলা ভাষাকে বাঁচিয়ে রেখেছে। সভাপতির বক্তব্যে উত্তর তরঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি কবি আব্দুল হাই বলেন, আমরা চাই উত্তর তরঙ্গ সকল কবিদের প্লাটফর্ম হিসেবে তার ঐতিহ্য ফিরে পাক। আবার তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত কবিতার কন্ঠ উচ্চারিত হৌক। এর জন্য সকল কবি সাহিত্যিকদের সহযোগিতার হাত বাড়িয়ে এগিয় আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *