,

উপকূলীয় এলাকায় অভিযোজিত কৃষি সম্প্রসারণের লক্ষ্য লবণ ও খরা সহনশীল ধান বীজ ও সার বিতরণ

মো:আল আমিন গাজী,মুন্সিগঞ্জ প্রতিনিধ:

কাঁঠালবাড়িয়া এ.জি.মাধ্যমিক বিদ্যালয়,লিডার্স আয়জোনে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড অর্থায়নে ,কাশিমাড়ী ইউনিয়নে কৃষকদের মধ্যে ধানবীজ, সবজিবীজ ও জৈব সার বিতরণের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমের উদ্দেশ্য ছিল প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জনাব নজরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব গাজী আক্তার ফারুখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ ও ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিসেস সাহিদা পারভীন।

লিডার্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মিসেস লায়লা খাতুন, টেকনিক্যাল অফিসার গৌর পদ বিশ্বাস, সিনিয়র ফিল্ড ফ্যাসিলিটেটর শান্তা রানী এবং কমিউনিটি মোবিলাইজার সীমা রানি।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে লবণ সহনশীল ও মানসম্পন্ন বীজের প্রয়োজনীয়তা অপরিসীম। এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন এবং আগামীতেও যেন এমন সহযোগিতা অব্যাহত থাকে সে প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

এ সময় ২৩৭ জন কৃষকের মাঝে লবণ সহনশীল ধানবীজ ও ১২০ জন কৃষকের মাঝে সবজিবীজ বিতরণ করা হয়। কৃষকগণ এই সহায়তায় সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজকদের প্রতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *