,

উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

এম কামরুজ্জামান,শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফেরামের আয়োজনে ও লিডার্সের সহযোগিতায় শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনে সৃষ্ট বিভিন্ন সংকটে ক্ষতিগ্রস্থ জনগনের জীবন-জীবিকা উন্নয়নের লক্ষ্যে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার জেলা জলবায়ু অধিপরামর্শ ফেরামের নেতৃবৃন্দ উপকূলীয় এলাকা পরিদর্শন শেষে বিকাল ৪ টায় প্রেসক্লাবে নিজ হল রুম লিখিত সংবাদ সম্মেলনে পাঠ করেন,সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত। এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা সদস্য ইদ্রিস আলী,নিত্যানন্দ সরকার,জেলা নাগরিক কমিটির আহবায়ক শেখ আজাদ হোসেন বেল্লাল, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ও ফোরামের সদস্য আলী নুর খান বাবলু, ফোরামের সদস্য শেখ মোঃ ওবায়দুস সুলতান বাবলু প্রমুখ।
লিখিত বক্তব্য বলেন,সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে উপকূলের মানুষ। নদীভাঙন জনিত বন্যা, চিংড়ীচাষ, ভূগর্ভস্থ পানির লবানাক্ততার কারনে গত কয়েক বছর সুন্দরবন এলাকায় সুপেয় পানি সংকট বেড়েছে। সুন্দরবন উপকূলে ৭৩% সুপেয় পানি থেকে বঞ্চিত হওয়ায় খারাপ পানি খেতে বাধ্য হয়। জীবিকা দুর্বলতা সূচক তালিকায় উপরে রয়েছে সাতক্ষীরার শ্যামনগগর উপজেলা। সরেজমিনে গাবুরা ইউনিয়নে যেয়ে দেখা যায় যে, উপকূলের মানুষ সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে। গাবুরাতে ইতিমধ্যে সরকার একটি মেঘা প্রকল্প হিসেবে টেকসই বেড়িবাধ নির্মান করেছে। এজন্য গাবুরাবাসী সরকারকে ধন্যবাদ জানিয়েছে। তবে এর পাশাপাশি সরকার যদি গাবুরা তথা শ্যামনগর উপজেলাতে সুপেয় পানির যে তীব্র সংকট রয়েছে তা নিরসনের উদ্যোগ গ্রহণ করে তাহলে উপকূলের মানুষ উপকৃত হবে।সংবাদিকদের ভূমিকা খুবই কার্যকর ও গুরুত্বপূর্ন সেলক্ষ্যে এ সংবাদ সম্মেলন। সাংবাদিকদের লেখনির মাধ্যমে সরকারের দৃষ্টি কামনা করছি যে, ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরন করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *