মো:আল আমিন গাজী,শ্যামনগর মুন্সিগঞ্জ প্রতিনিধি:জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্থ উপকূলীয় অঞ্চলের নারীরা আজ নানা স্বাস্থ্যঝুঁকির মুখে। বিশেষ করে নারী ও প্রজনন স্বাস্থ্যক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব ক্রমেই বাড়ছে। অর্থনৈতিক সংকট, ভৌগলিক অবস্থান ও পর্যাপ্ত সচেতনতার অভাবে উপকূলের নারীরা প্রাথমিক চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছেন নিয়মিতভাবে।
এই বাস্তবতার প্রেক্ষিতে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ঘড়িলাল বাজার সংলগ্ন লিডার্স শাখা কার্যালয়ে আয়োজন করেছে বিশেষ স্ত্রীরোগ ও মাতৃ-স্বাস্থ্য সেবা ক্যাম্প।
বিশেষ এ ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন স্ত্রী-রোগ বিশেষজ্ঞ ডা. সানজানা পারভীন, এমবিবিএস (জি.বি), সিএমইউ (আলট্রা)। তিনি উপস্থিত নারীদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা এবং প্রজনন ও মাতৃস্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন। এছাড়া অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
ক্যাম্প উদ্বোধন করেন জনাব দিদারুল আলম, সদস্য, ৩নং ওয়ার্ড, দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব শাহ আলম গাজী, সভাপতি, ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরাম; জনাব জয়দেব কুমার জোদ্দার, প্রকল্প সমন্বয়কারী-সহ সংগঠনের অন্যান্য কর্মীবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে সভাপতি জনাব দিদারুল আলম বলেন, “উপকূলের প্রান্তিক নারীরা খুবই অবহেলিত। নারী স্বাস্থ্যের কথা বিবেচনা করে লিডার্সের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। এটি উপকূলীয় নারীদের জন্য একটি কার্যকরী ও মানবিক সিদ্ধান্ত।”
লিডার্স নিয়মিতভাবে উপকূলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় অবদান রেখে চলেছে। মাসিক স্বাস্থ্যসেবা ক্যাম্পের পাশাপাশি এ ধরনের বিশেষ ক্যাম্প আয়োজনের মাধ্যমে সংগঠনটি নারী স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও টেকসই করে তুলতে কাজ করছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply