,

এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় আমতলীর মেয়ে নুসরাতের আত্মহত্যা । 

রনি মল্লিক,স্টাফ রিপোর্টারঃএইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় আমতলীতে নুসরাত জাহান নাজনীন (১৮) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছেন। 

আরো পড়ুনঃ ঈশ্বরীপুর ‘৩১ দফা’ বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

আজ (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশিষ কুমার সাহা।

জানাগেছে, দুপুর ১২টার দিকে নুসরাতকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বরিশাল সদর থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। প্রাথমিক সুরতহাল রিপোর্টের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুনঃ সাতক্ষীরা মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

মৃত শিক্ষার্থী বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর রাওঘা গ্রামের মৃত বশির মৃধার মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, বরিশালে বাংলা বাজার এলাকায় বড় বোনের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। নাসরিন বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।

আরো পড়ুনঃ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, নুসরাত জাহান ফলাফল মোটামুটি ভালো করেছে, তবে হাফার ম্যাথ বিষয়ের এমসিকিউতে ফেল করেছেন। তিনি রেজাল্ট পুনর্বিবেচনার আবেদন করতে পারতেন। এই ধরনের সিদ্ধান্ত নিয়ে হতাশ হয়ে এমন ঘটনা ঘটে, যা অত্যন্ত দুঃখজনক।

তার মরদেহ গ্রামের বাড়ি আমতলীতে নিয়ে আসা হচ্ছে,গ্রামের বাড়িতে দাফন করা হবে। নুসরাতের এই ঘটনায় পুরোগ্রাম জুড়ে দুঃখের ছায়া নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *