,

একই মঞ্চে বিএনপি মনোনীত প্রার্থী মান্নান ও অধ্যাপক মামুন মাহমুদ

সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও গণসংহতি দিবসকে সামনে রেখে চিটাগং রোড গ্রীন গার্ডেন রেস্টুরেন্টে মত বিনিময় করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ ০৩আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মামুন মাহমুদ।

এসময় তিনি বলেন, ৫ই আগস্টের পরে জনাব তারেক রহমান নেতাকর্মীদের যে দিক নির্দেশনা দিয়েছেন, তা নেতাকর্মীরা পালন করেছে, যারা করেনি তারা বহিস্কৃত হয়েছে, তাদের আর দলের কোন কাজে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীরা পরিক্ষিত, প্রশিক্ষিত, সকল পরিক্ষায়, সততার আদর্শে, দেশপ্রেমে উত্তীর্ণ হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ০৩আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, ৬নং ওয়ার্ড সভাপতি উকিল উদ্দিন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি জনাব কামাল হোসেন, সাধারন সম্পাদক মনির হোসেন সহ নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *