,

এনসিপির দেশ পর্ণ গঠনের লক্ষ্যে জনতার দুয়ারে জন সমাবেশ

বাবলুর রহমান(বাবু),উপজেলা প্রতিনিধিঃ১ জুলাই থেকে ৩০ শে জুলাই বিচার,সংস্কার দেশ পূর্ণ গঠনের লক্ষ্যে জনতার দুয়ারে জুলাই পদযাত্রা।আসছে আগামী ১২ই জুলাই রোজ শনিবার, সময় সকাল ৯ ঘটিকায়,শহীদ আসিফ চত্বর, সাতক্ষীরা।উক্ত পদযাত্রায় যুক্ত হবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আহবায়ক, নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, ড.তাসনিম জারা, সামান্তা সহ আরো অনেকে,উক্ত পদযাত্রা সমাবেশের সভাপতিত্ব করবেন, জনাব মেসবাহ। কামাল মুন্না, যুগ্ন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল),ড. মনিরুজ্জামান, ও শ্যামনগরের নেতৃবৃন্দ মোখলেসুর রহমান মনি সহ আরো অনেকে উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *