মোঃ বেলাল,হোসেন স্টাফ রিপোর্টারঃবর্তমান সরকারকে এখন থেকে আর কোনো সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বিএনপি। সেই সঙ্গে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জনের আহবান জানিয়ে দলটির পক্ষে থেকে আদালতে হাজিরা না দিতেও আহ্বান জানানো হয়েছে।
বুধবার ২০শে ডিসেম্বর দুপুরে এক ভাচুয়াল সংবাদ সম্মেলনে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এ আহ্বান জানাচ্ছি। দেশের এ অবস্থায় ব্যাংকে টাকা জমা রাখা কতটুকু নিরাপদ হবে তা ভেবে দেখতেও আহ্বান জানান রিজভী। একই সঙ্গে বিদ্যুৎ বিল সহ অন্যান্য বিল পরিশোধ না করতে আহ্বান জানান।
রিজভী বলেন আগামী ৭ই জানুয়ারির ভোট প্রতিহতের অংশ হিসেবে এইসব কর্মসূচি।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply