নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদাবাজি-টেন্ডারবাজির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ বলে পরিচয় দেয়া আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৩ নভেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিএনসিসি মার্কেটের সভাপতি হিরুর বিরুদ্ধে দুদকের অভিযোগ, ওবায়দুল কাদেরের রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকিসহ বিভিন্ন মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি। স্ত্রী ইসরাত জাহানসহ হিরুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করছে দুদক।
অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য দুই সদস্যের একটি দল গঠন করা হয়েছে। এর নেতৃত্বে আছেন দুদকের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন। সদস্য হিসেবে রয়েছেন সংস্থার উপসহকারী পরিচালক মো. আবু তালহা।
অভিযোগের সত্যতা মিললে আসাদুজ্জামান হিরু ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।
এর আগে গত ১৫ জানুয়ারি রাজধানীর বাড্ডা থানায় একটি হত্যা মামলায় গুলশান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে, সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও তার স্ত্রীর নামে থাকা দেশের বিভিন্ন প্রান্তের সম্পদ জব্দ করতে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। তার বিরুদ্ধে চলতি বছরের জুনে প্রায় সাড়ে ১৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও ২ কোটি ৩০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে সংস্থাটি।
এদিন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের অবৈধ সম্পদের খোঁজে তার দুই বোনসহ ভগ্নিপতির বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে দুদক।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply