,

ওড়না পেঁচিয়ে স্বামীকে খুন, মরদেহ নিয়ে রাতভর প্রেমিকের বাইকে, অতঃপর

অনলাইন ডেস্কঃ
সমাজমাধ্যম থেকে আলাপ, সেই থেকেই তরুণের সঙ্গে ঘনিষ্ঠতা। দিন যত গড়িয়েছে ততই সম্পর্ক গাঢ় হয়েছে দু’জনের। ইউটিউবার রবিনা ও তার প্রেমিক সুরেশের মধ্যে সম্পর্ক ভাল চোখে দেখেননি রবিনার স্বামী প্রবীণ। সেই নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর ঝগড়া হত।

গত ২৫ মার্চ হাতেনাতে দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলেন স্বামী। সেই ঘটনার পর স্বামীর গলায় ওড়না জড়িয়ে খুন করেন রবিনা, এমনটাই অভিযোগ উঠেছে। খুন করার পর স্বামী প্রবীণের দেহ ফেলে দেন নালায়। ভারতে হরিয়ানার ভিওয়ানিতে ঘটেছে এ ধরনের বিভৎস ঘটনা।

পুলিশ সূত্রে জানা গেছে, সুরেশকে ও়ড়না পেঁচিয়ে খুন করার পর দেহ নিয়ে সুরেশ ও রবিনা রাতে বাইকে করে শহরে ঘুরে বেড়িয়েছিলেন। মৃতদেহ দু’জনের মাঝে বসিয়ে বাইক চালিয়ে নালায় ফেলতে গিয়েছিলেন তারা। সেই ঘটনারই একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিও।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ২৬ মার্চ রাত সাড়ে ১২টার সময় বাইকে চেপে তিন জন যাচ্ছেন। বাইকটি যখন ফিরছে, তখন তাতে সওয়ার দু’জন। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তদের খুঁজে বার করে বলে জানা গেছে। পুলিশি জেরার মুখে পড়ে রবিনা এবং সুরেশ দোষ স্বীকার করেন।

প্রবীণের বাড়ি ভিওয়ানিতে। তার এবং রবিনার ছয় বছরের এক পুত্রসন্তান রয়েছে। রবিনা ভিডিও, রিল তৈরি করে সমাজমাধ্যমে পোস্ট করতেন। ইনস্টাগ্রামে তার অনুগামীর সংখ্যা প্রায় ৩০ হাজার। স্বামী প্রবীণের অভিযোগ ছিল, পারিবারিক ভিডিও তৈরি করতে গিয়ে পরিবার থেকেই দূরে সরে গিয়েছিলেন তিনি। সেই নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর ঝগড়া হত।

সূত্র- দ্য বেঙ্গলী টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *