এম আবু হেনা সাগর,ইজতেমা থেকে ফিরেঃকক্সবাজারে শুরু হলো তিনদিন ব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এ ইজতেমা।
শহরতলীর লিংকরোডের আল বয়ান ইন্সটি টিউট মাঠে আরম্ভ হয়েছে এ জেলা ইজতেমা।
ইজতেমা মাঠে কক্সবাজারের পেকুয়া,ঈদগাঁও চকরিয়া,রামু,উখিয়া,টেকনাফ,কুতুবদিয়া,মহেশখালীসহ কক্সবাজার শহরে আশপাশ থেকে বিপুল সংখ্যক মুসল্লী ইজতেমা মাঠে সমবেত হন। এছাড়াও বিদেশী তাবলীগও এসেছেন এ ইজতেমায়।
২১ ডিসেম্বর দুপুরে ইজতেমা ঘুরে দেখা যায়, বিশাল এ মাঠে সামিয়ানা টাঙানো হয়। স্ব স্ব উপজেলা থেকে আগত মুসল্লীরা একত্রে রয়ে ছেন। তারা নিজেরাই রান্নাবান্না করে যাচ্ছেন।
ইজতেমা মাঠের দায়িত্বপ্রাপ্ত দানু মিয়া জানান
ইজতেমায় রয়েছে ৯টি খিত্তা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন অসংখ্য মুসল্লীরা। মাঠে রয়েছে বিদেশি তাবলীগও। শনিবার জুহুরের আগে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ তিনদিনের জেলা ইজতেমা।বয়ান করে যাচ্ছেন মুরব্বিরা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply