এস কে আলীম,কপিলমুনি খুলনাঃকপিলমুনিতে বন্ধু -৮৩ সংগঠনের পক্ষ থেকে ৮৩- র অসহায় ও গরীব বন্ধুদের মাঝে সেলাই মেশিন প্রদান প্রকল্প ২০২২ উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার রাতে ‘অভি ফিস’ কার্যালয়ে সেলাই মেশিন বিতরন উদ্ভোধন করা হয়। গরীব অসহায় বন্ধুদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মুলত এই সংগঠনের আত্মপ্রকাশ। কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরের ১৯৮৩ সালের এস এস সি ব্যাজের সংগঠন আর্তমানবতার সেবা নিয়ে পদচারনা শুরু করে। এ প্রকল্পের উদ্ভোধনী অনুষ্ঠানে এস এস সির ১৯৮৩ সালের বন্ধু প্রয়াত বিভূতি গাঙ্গুলীর অসহায় গরীব স্ত্রী রীনা গাঙ্গুলীর হাতে একটি সেলাই মেশিন তুলে দেন সদস্য সচিব ডাঃ এস,এম,গোলাম আজম। উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মোঃ আফছার আলী, সাংবাদিক শেখ আব্দুল গফুর, মহেশ্বর পদ সাহা, মোঃ কামাল হোসেন, খাঁন মতলেব হোসেন, শেখ ওজিয়ার রহমান, সন্তোষ মজুমদার প্রমূখ। এমনি ভাবে পর্যায়ক্রমে অসহায় ও গরীব বন্ধুদের নানা ভাবে সহযোগীতা করা হবে বলে সংগঠনের কর্মকর্তারা জানান।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply