এস কে আলীম,কপিলমুনি খুলনা।। কপিলমুনিতে পল্লি বিদ্যুৎ এর পোলে কাভার্ডভ্যানের সজোরে ধাক্কায় ট্রান্সফর্মা মাটিতে লুটে পড়েছে।এ ঘটনায় ৪ পথচারী অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন।সোমবার বিকাল ৩ টায় পণ্য বোঝাই একটি কাভার্ডভ্যান কপিলমুনি পুলিশ ফাঁড়ি মোড়ে মেইন রাস্তায় পল্লি বিদ্যুতের একটি কংক্রিট পোলে সজোরে ধাক্কা দিলে পোল থেকে ৯২০ কেজি ওজনের একটি ট্রান্সফর্মা ছিঁড়ে নিচে পড়ে।এ সময় পোলের নিচে ওই পথচারী সহ টেইলার্সকর্মী মির সোহরাব আলী দাঁড়িয়ে ছিলেন।কিন্তু ট্রান্সফর্মাটি তাদের একেবারে পাশে এসে আছড়ে পড়ে।তবে এতে পথচারী সহ বিদ্যুৎপোল অক্ষত থাকলেও ট্রান্সফর্মাটি অকেজো হয়ে যায়।এ ঘটনায় কপিলমুনির একটি অংশে প্রায় ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। স্থানীয় বিদ্যুৎ অফিস ও প্রত্যক্ষদর্শীরা জানান,অলিম্পিক কোম্পানীর পণ্য বোঝাই ৬ চাকার বড় আকারের একটি কাভার্ডভ্যান খুলনা থেকে পাইকগাছা অভিমুখে যাওয়ার সময় পুলিশ ফাঁড়ি মোড়ে পৌছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানটি ওই বিদ্যুৎ পোলে প্রচন্ড আঘাত করে। এতে প্রায় ২৫ ফুট উপর থেকে পোলের মাথায় থাকা ট্রান্সফর্মাটি মাটিতে এসে আছড়ে পড়ে।এ ঘটনায় পুলিশ চালক সহ ঢাকা মেট্রো-ট ১৪-৯২৪৭ নম্বরের ওই কাভার্ডভ্যানটি আটক করেছে। এ বিষয়ে পল্লি বিদ্যুতের কপিলমুনি এরিয়া অফিসের সহকারী জুনিয়র ইন্জিনিয়ার হিফজুর রহমান জানান, ২০০ কিলো ভোল্ট এমপিয়ার (কেভিএ) বিদ্যুৎ ধারণ ক্ষমতা সম্পন্ন ৯২০ কেজি ওজনের ট্রান্সফর্মাটি একেবারে অকেজো হয়ে গেছে।অফিস ইনচার্জ এ বি ডি সোবহান জানান, বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply