,

কপিলমুনিতে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এর ভূমি অধিগ্রহণে অতিরিক্ত জেলা প্রশাসকের প্রদর্শন

এস কে আলীম,কপিলমুনি খুলনা। কপিলমুনিতে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এর অনুকূলে ভূমি অধিগ্রহণের জন্য সরেজমিন পরিদর্শনে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি অধিগ্রহণ) মারুফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান, সহকারী উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন, ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার, কপিলমুনি ভূমি অফিসের ইউ এল ও আবদুস সবুর, বীর মুক্তিযোদ্ধা সালাম উল্লাহ, শেখ জামাল হোসেন, কপিলমুনি বণিক সমিতির সাবেক সভাপতি এম বুলবুল আহমেদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মুন্সি রেজাউল করিম মহব্বত, সাবেক সহ-সভাপতি জিএম আসলাম হোসেন, সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু, ক্রীড়া সম্পাদক এইচ এম শফিউল ইসলাম, সাবেক সহ সম্পাদক আমিনুল ইসলাম দৈনিক পূর্বাঞ্চল এর নিজস্ব সংবাদদাতা পলাশ কর্মকার, বীর মুক্তিযোদ্ধা সন্তান সিরাজুল ইসলাম ও শেখ রাজু আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৯ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক কপিলমুনির কপোতাক্ষ নদীর ধারে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, এর পরে ভূমি জটিলতার কারণে নির্মাণ কার্যক্রম বন্ধ থাকে। এক প্রশ্নের জবাবে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন ওখানে ১৩ শতক জমি উদ্ধার সহ ১১ শতক জমি অধিগ্রহণ করা হবে, দ্রুত এ কার্যক্রম শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *