এস,কে আলীম,কপিলমুনি খুলনা।। যথাযোগ্য মর্যাদায় কপিলমুনিতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।এ লক্ষ্যে ”কপিলমুনি সম্মিলিত বিজয় দিবস উদযাপন পরিষদ” নানা কর্মসূচির আয়োজন করে।কর্মসূচির মধ্যে ছিল এদিন সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,সকাল ৭-৩০মিঃ শহীদ বেদিতে পুষ্প মাল্য প্রদান ও ৫০ বার তোপধ্বনি,সকাল ৯ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্টান এবং খেলাধূলারও আয়োজন করা হয়।কপিলমুনি মেহেরুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও সংবধর্না অনুষ্টানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা।সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মাওঃ আমিনুর রহমান সিরাজী,গীতা পাঠ করেন অজিত কুমার মন্ডল।বক্তব্য রাখেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার,কপিলমুনি ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওঃ আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক কবির আহম্মেদ,ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ারদার,এ্যাডঃ বিপ্লব কান্তি মন্ডল,উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল,প্রভাষক রেজাউল করিম,নির্মল মুজমদার,বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল হোসেন,বীর মুক্তিযোদ্ধা সরদার ফারুক আহম্মেদ,এম নূরুজ্জামান,শেখ আসাদুর রহমান পিয়ারুল,আব্দুর রাজ্জাক রাজু,জি এম এমদাদ হোসেন,প্রভাষক সরদার কামাল হোসেন,শেখ আবুল কাশেম,মোঃ ফরিদ হোসেন,এইচ এম শফিউল ইসলাম,এম আজাদ হোসেন,জগদিশ দে,রেশমা বেগম,জান্নাতুল রিহুন পরি ও রাশেল মোড়ল প্রমূখ।সঞ্চালনা করেন আ’লীগ নেতা শেখ ইকবল হোসেন খোকন। শেষে স্কুল প্রাঙ্গনে অনুষ্টিত সাংষ্কৃতিক অনুষ্টানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন ও অত্র বিদ্যালয়ের মেয়েরা বিভিন্ন খেলাধূলায় অংশ নেয়।এদিকে দিনটি উপলক্ষ্যে কপিলমুনির আশ পাশের এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্টানগুলো নানা কর্মসূচি পালন করে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply