,

কপিলমুনিতে সাংবাদিক কন্যার এস এস সি পরিক্ষায় সাফল্য

নিজিস্ব প্রতিনিধিঃ দৈনিক “দেশ সংযোগ” কপিলমুনি প্রতিনিধি ও অনলাইন পোর্টাল- আজকের খবর এর স্টাফ রিপোর্টার এস কে আলীমের দ্বিতীয় কন্যা মারিয়া হাসনাইন দিয়া এ বছর এস এস সি পরিক্ষায় বিজ্ঞান বিভাগে সর্ব মোট-১০৪৪ নম্বর পেয়ে জি পি এ-৫ পেয়েছে। দিয়া ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্টান কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষা দিয়ে ব্যাচের সর্বোচ্চ নম্বর পেয়েছে বলে প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা জানান। মেয়ের এই সাফল্যের জন্য তাঁর পিতা এস কে আলীম ওই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মারিয়া হাসনাইন দিয়া ভবিষ্যতে মেররিন ইঞ্জিনিয়ার হতে চায়, তার এই স্বপ্ন পূরণের জন্য তাঁর পিতা,মাতা সহ দিয়া সবার নিকট দোয়া চেয়েছে। দৈনিক “দেশ সংযোগ” কপিলমুনি প্রতিনিধি ও অনলাইন পোর্টাল- আজকের খবর এর স্টাফ রিপোর্টার এস কে আলীলের দ্বিতীয় কন্যা মারিয়া হাসনাইন দিয়া এ বছর এস এস সি পরিক্ষায় বিজ্ঞান বিভাগে সর্ব মোট-১০৪৪ নম্বর পেয়ে জি পি এ-৫ পেয়েছে। দিয়া ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্টান কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরিক্ষা দিয়ে ব্যাচের সর্বোচ্চ নম্বর পেয়েছে বলে প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা জানান। মেয়ের এই সাফল্যের জন্য তাঁর পিতা এস কে আলীম ওই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মারিয়া হাসনাইন দিয়া ভবিষ্যতে মেরিন ইঞ্জিনিয়ার হতে চায়, তার এই স্বপ্ন পূরণের জন্য তাঁর পিতা,মাতা সহ দিয়া সবার নিকট দোয়া চেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *