মে:আল আমিন গাজী,মুন্সিগঞ্জ প্রতিনিধি:সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের সময়
বাল্কগেটসহ আটক ২, শ্যামনগর উপজেলার ঘোলা এলাকার ইউনুস শেখ এর ছেলে (৪০) ওয়াছকুরুনি,মনিরুল নামের দুই ব্যক্তিকে আটক করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার (২৮আগস্ট) এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান বুড়িগোয়ালিনী নৌ পুলিশের অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালি ও মাটি ব্যবস্থাপনা আইনে ওয়াছকুরুনিসহ দুই জন কে এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাকে পনেরদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করাকালে সহকারী কমিশনার বলেন অবৈধভাবে নদী থেকে কোন ভাবেই বালি উত্তলন করা যাবেনা।
এ বিষয়ে বুড়িগেয়ালিনী, নৌ থানার অফিসার ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি বলেন বৃহস্পতিবার দুপুরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করা কালে ওয়াছকুরুনিও মনিরুল ইসলাম নামের দুই ব্যক্তিসহ বালি উত্তলন করা বাল্কগেট জব্দ করা হয়। তিনি আরো বলেন, কপোতাক্ষ নদীতে অবৈধভাবে বালি উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য ক্ষতিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বুড়িগোয়ালিনী নৌ পুলিশ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply