,

কবর থেকে মরদেহ তুলে আগুন, নিহ”ত ২

অনলাইন ডেস্কঃ
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় নুরাল পাগলার দরবারে হামলা চালিয়ে অগ্নিসংযোগও করা হয়। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হন দুই পক্ষের শতাধিক মানুষ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উত্তেজিত জনতা দরবারে হামলা চালায়।

স্থানীয়রা জানান, গত ২৩ আগস্ট গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলের মৃত্যুর পর তাকে মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচুতে কাবা শরীফের আদলে তৈরি এক কবরস্থনে দাফন করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ী জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে আন্দোলনে নামেন তৌহিদী জনতা।

আজ শুক্রবার স্থানীয় ঈদগাহ ময়দানে বিক্ষোভ সমাবেশ করেন তারা। সমাবেশ শেষে মিছিল বের করে নুরাল পাগলের দরবারে হামলা চালানো হয়। পাল্টা প্রতিরোধে নামে দরবারের ভক্তরা। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

জনতা নুরাল পাগলের মরদেহ তুলে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর এনে তা আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

স্থানীয়রা জানান, সংঘর্ষে শতাধিক মানুষ আহত হন। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন অন্তত ২২ জন। সেখান থেকে ১৯ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পথে দুইজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *