,

কয়রা উপজেলা যুবদলের আহবায়কের নামে ঘের দখলের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক(কয়রা)খুলনাঃ
খুলনার কয়রা উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল ইসলামসহ ১২ জনের নামে মাছের ঘের দখলের অভিযোগে মামলা হয়েছে। গত সোমবার (৩ নভেম্বর) কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে মামলাটি করেছেন ঘের মালিক মিজানুর রহমান। মামলাটি আমলে নিয়ে কয়রা থানাকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার দশহালিয়া মৌজায় মামলার বাদীর ২০ বিঘা জমির চিংড়ি ঘের রয়েছে। গত ৩১ অক্টোবর যুবদলের সভাপতি শরিফুলের নির্দেশে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘেরে প্রবেশ করে। এসময় ঘের মালিকের ছেলে তাদের বাঁধা দিলে তাকে মারধর করে বের করে দেয়া হয়। এছাড়া ঘেরের বাসা ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরে ঘেরের প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। 

মামলার বাদী মিজানুর রহমান জানিয়েছেন, যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম কয়েকদিন আগে তার কাছে ৭০ হাজার টাকা চায়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি লোকজন নিয়ে ঘের দখল করে নিয়েছেন। এ বিষয়ে পুলিশকে জানানো হলে সেখানেও টাকা দিয়ে মীমাংসা করার কথা বলা হয়। পরে আদালতে মামলা করা হয়েছে। 

মুঠোফোনে জানতে চাইলে যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সাথে আমি জড়িত নই কে কারা ঘের দখল করছে এটাও আমি জানি না। মাঝে থানায় এই বিষয়ে বসাবসিতে আমাকে ডাকা হয় তখন আমি জানতে পারি । আমার রাজনৈতিক প্রতিপক্ষরা আমার সুনাম নষ্ট করতে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *