,

কয়রা এফ সি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

নুরুল আমিন পলাশ,কয়রা(খুলনা)প্রতিনিধি:
কয়রা উপজেলার এফ সি  যুব সংঘের আয়োজনে ৪দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায়  উত্তর বেদকাশী একাদশ  কয়রা এফ সি ফুটবল একাদশ ১-০ গোলে উত্তর বেককাশি ও ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।  কয়রা এফ সি একাদশ 

রবিবার (৮ নভেম্বর) বিকাল ৩টায় কয়রা কপোতাক্ষ  কলেজ  মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। 

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও হোল্ড কোর্স মোহামেডান স্পোর্টিং ক্লাব খুলনা মোঃ জাহাঙ্গীর হোসেন ছোটো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অলিউল্লাহ । এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তর বেদকাশী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সরদার মতিউর রহমান উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এমএ হাসান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কয়রা  কপোতাক্ষ কলেজ  আব্দুল মালেক। কয়রা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসানুর রহমান আকবর হোসেন,  ইউনুছ আলী, কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, সাবেক খুলনা মহানগর ছাত্রদলের সহ-সভাপতি প্রভাষক মঞ্জুর মোর্শেদ , কয়রা উপজেলা যুবদলে যুগ্ম আহ্ববায়ক আছাদুল ইসলাম, অফিসার প্রাপ্ত সিনিয়ার ওয়ারেন্ট অফিসার বাংলাদেশ সেনাবাহিনী মোঃ আনোয়ার হোসেন,  সাবেক ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক কয়রা থানা মোল্লা ইয়াকুব ,আব্দুল জলিল, , এম শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও মালয়েশিয়া প্রবাসী মোঃ জহুরুল হক মোল্লা 

  স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন  ছাত্রদল নেতা ইমরান হোসেন, আজকের খেলায় ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন সরদার নাঈম ইসলাম ও মাস্টার মেজবাহ উদ্দিন, প্রমুখ,

 খেলায় বিজয়ী দলকে( ৫০০০) পাঁচ হাজার টাকা পুরুস্কার দেওয়া হয়। রানারআপ দলকে (৩০০) হাজার টাকা উপহার দেন।অনেক দিন পর কয়রায় এই প্রথম জাঁকজমকপূর্ণ একটি ভালো খেলার আয়োজন করায় হাজার হাজার দর্শক আনন্দঘন পরিবেশে খেলাটি উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *