নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর কারওয়ান বাজারে মো. মোক্তার মিয়া (৬০) নামে এক দিনমজুর কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন। সোমবার রাতে সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোক্তার মিয়া জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত সাগর মিয়ার ছেলে। মোক্তার মিয়া কারওয়ান বাজারে থেকে দিনমজুরের কাজ করতেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
দুর্ঘটনার পরপরই পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply