,

কারাগারে এসি চান সাধন মজুমদার, ফিরোজের আবদার বাসার খাবার

নিজস্ব প্রতিবেদকঃ
বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগের মামলায় দেড় শতাধিক ভিআইপি রয়েছেন সারা দেশের কারাগারে। তারা ডিভিশন প্রাপ্ত হিসেবে কারাগারে রয়েছেন। কিন্তু অর্থের প্রলোভন দেখিয়ে সুযোগ-সুবিধা আদায়ের চেষ্টা ও খারাপ আচরণের অভিযোগে চার জনের ডিভিশন বাতিল করেছে কারা কর্তৃপক্ষ। বর্তমানে তারা চোর-ডাকাত, মাদক ব্যবসায়ীদের সঙ্গে সাধারণ সেলে রয়েছেন।

রোববার (১৮ মে) ঢাকা কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার সুত্র জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে অর্থের প্রলোভন দেখিয়ে সুযোগ সুবিধা আাদায়ের ঘটনা ধরা পড়ায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালের ডিভিশন বাতিল করেছে কারা কর্তৃপক্ষ। এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুরাইয়া আক্তার এনটিভি অনলাইনকে বলেন, ‘সিসি ক্যামেরায় ও আমাদের কাছে আসা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থান করা দিলীপ কুমার আগরওয়ালের ডিভিশন কিছুদিন আগে বাতিল করা হয়েছে।’

কাশিমপুর কারাগার সুত্র জানায়, আওয়ামী লীগ আমলের সাবেক মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গরমে এসি ও বাসা থেকে খাবার আনার জন্য আবদার করেন। এছাড়া এ আবদার রক্ষায় ঘুষ দিয়ে অবৈধ পন্থা অবলম্বনের অভিযোগ নেওয়ার চেষ্টায় তার ডিভিশন বাতিল করা হয়েছে। এছাড়া সব সুযোগ-সুবিধা না দেওয়ায় কারারক্ষীদের সাথে দুর্ব্যবহারও করেন তিনি।

শুধু সাধন চন্দ্র মজুমদারই নন, অসদাচরণ বা দুর্ব্যবহারের কারণে সাবেক সংসদ সদস্য (এমপি) আ স ম ফিরোজ, রাজশাহীর এমপি এনামুল হকের ডিভিশন বাতিল করে সাজা দেয় কারা কর্তৃপক্ষ।

এ বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘কারাবন্দিদের মধ্যে কেউ যদি কারাবিধি ভঙ্গ করেন, তাহলে তাকে শাস্তির আওতায় আনা হয়। ডিভিশনপ্রাপ্তরা করলে তাদের ডিভিশন বাতিল করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন এবং কাশিমপুর কারাগারে তিনজনের ডিভিশন বাতিল করা হয়েছে। শাস্তির বিষয়টি আইজি প্রিজন্স পর্যন্ত আসতে হয় না। সেটা জেল সুপারই দিতে পারেন।’

ডিভিশন বাতিল করার পরদিনই তাদের নিয়ে যাওয়া হয় সাধারণ সেলে। চোর-ডাকাত মাদক ব্যবসায়ীসহ অন্য সাধারণ বন্দিরা কারাগারে যে খাবার পান, সেই খাবার খেতে দেওয়া হয় তাদের। কী কারণে তাদের ডিভিশন বাতিল হয়েছে এমন প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, ‘অবৈধ পন্থা অবলম্বন করে ডিভাইস ব্যবহার ও গরমে এসি ব্যবহার, বাসার খাবার ইত্যাদি কারণে এদের ডিভিশন বাতিল করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মন্ত্রী-এমপিসহ ভিআইপি বন্দিরা এমন কিছু সুযোগ-সুবিধার আবদার করেন, যা কারাবিধি অনুযায়ী কর্তৃপক্ষের মেনে নেওয়া সম্ভব নয়। চাহিদামতো সুবিধা না পেয়ে তারা কারা কর্মকর্তা ও রক্ষীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।’

সম্প্রতি বেশ গরম পড়ায় গা জুড়াতে এয়ারকুলার চেয়েছেন কেউ কেউ। কিন্তু কারাবিধি অনুযায়ী এটি দেওয়ার নিয়ম না থাকায় তাদের এ দাবি পূরণ করা হয়নি বলে একজন কারা কর্মকর্তা জানান। ওই কর্মকর্তা বলেন, যে সেলে তাদের রাখা হয়েছে, সেখানে সিলিং ফ্যান রয়েছে। সেই ফ্যান সারাক্ষণ চলে।

জানা গেছে, গত বছর গণঅভ্যুত্থানের পর সাবেক মন্ত্রী-এমপিসহ দেড় শতাধিক ভিআইপি গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে সাবেক সচিব, সাবেক দুই আইজিপি, সেনা কর্মকর্তাও রয়েছেন। ১৫০ জন কারাগারে ডিভিশন পেয়েছেন। এ বিষয়ে সহকারি কারামহাপরদির্শক মো. জান্নাত-উল ফরহাদ এনটিভি অনলাইনকে বলেন, সারাদেশের কারাগারগুলোর মধ্যে ঢাকা ও কাশিপুরে সবচেয়ে বেশি ভিআইপি রয়েছেন। তাদের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন ৬১ জন, কাশিমপুরের তিনটি পুরুষ কারাগারে ৬১ জন, মহিলা কারাগারে রয়েছেন চারজন। চট্টগ্রাম কারাগারে তিনজন, রাজশাহী কারাগারে দুইজন, কিশোরগঞ্জে তিনজন, টাঙ্গাইলে একজন, নারায়ণগঞ্জে দুই জন, রাজবাড়িতে একজন, মাদারীপুরে ১ জন দিনাজপুরে ৪ জন, নোয়াখালীতে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, বাগের হাটে একজন, বরিশালে একজন ডিভিশন প্রাপ্তসহ মোট ১৫০ জন রয়েছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, কারাগারে যাওয়ার পর থেকে আরাম-আয়েশে থাকার জন্য কারা কর্মকর্তা ও রক্ষীদের কাছে তারা বিভিন্ন জিনিস চেয়েছেন। তাদের কেউ কেউ চেয়েছেন স্মার্ট টিভি। এ ছাড়া বাড়ি থেকে নিয়মিত রান্না করা খাবার যাতে খেতে পারেন, এমন আবদার করেন কয়েকজন সাবেক মন্ত্রী ও এমপি। বাইরের খাবার দেওয়ার সুযোগ নেই বলে তাদের জানানোর পর মন খারাপও করেন তারা। এবার গরম পড়ার পর নতুন করে তারা এয়ারকুলার দাবি করছেন। কিন্তু তাদের এটি দেওয়ার কোনো সুযোগ নেই। এই চাওয়া ও না পাওয়ার কারণে তাদের অনেকে দুর্ব্যবহার করতে পিছপা হন না।

২০২৪ সালের ৩ অক্টোবর রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলায় সাধন চন্দ্র মজুমদারকে আসামি করা হয়। এ ছাড়া ২৫ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পর পর দুই মেয়াদে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন নওগাঁ জেলার অঘোষিত এই রাজা। নিজ দলের নেতৃত্ব গঠনসহ সরকারি নির্মাণকাজ, রাস্তাঘাট উন্নয়ন, নিয়োগসংক্রান্ত বিষয়, শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি, ধর্মীয় উপাসনালয় ব্যবস্থাপনা, খাসজমি ও জমি দখল, বিচার-সালিস সবখানেই ছড়ি ঘোরাতেন তিনি। সেই সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার হয়ে এখন কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে বন্দি।

এ ছাড়া গত বছর ২৩ আগস্ট জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। পটুয়াখালী-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজ দশম জাতীয় সংসদে চিফ হুইপের দায়িত্ব পালন করেন।

গত ১৬ মে রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হককে ঢাকার আদাবর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। গত ৫ আগস্ট রাজশাহীর বাগমারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে এক মামলায় এনামুলকে গ্রেপ্তার করা হয়।

গত বছর ৪ সেপ্টেম্বর গুলশান এলাকা থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করে র‌্যাব। দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানির নামে অর্থ পাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *