,

কালিগঞ্জের মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহ সহ তিনজনের বিরুদ্ধে মানববন্ধন

কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বহু অপকর্মের হোতা ওবায়দুল্লাহ গাজী তার সহযোগীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) বিকালে ইউনিয়নের বন্দকাটি গোরস্থান মোড়ে এই মানববন্ধনের আয়োজন করেন ইউনিয়নবাসী।মানববন্ধনে বন্দকাটি গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে ওবায়দুল্লাহ গাজী (৪৫) মনতেজ মোড়লের ছেলে এনামুল মোড়ল (৩২) ও আব্দুল গাজীর ছেলে শাহিন গাজী (৩০) এই তিনজনকে এলাকার মাদক বিস্তারের মূল হোতা হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। মাহমুদ মোস্তফার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য আব্দুস সালাম, সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান মনিসহ গন্যমচন্য ব্যাক্তিবর্গ। মানববন্ধনে শতাধিক স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন দীর্ঘদিন ধরে এই চক্র মাদকের রমরমা ব্যবসা চালিয়ে আসলেও ছিলো ধরাছোয়ার বাইরে। এতে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়েছে। উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জুন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ইয়াবাসহ ওবায়দুল্লাহ গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার দুই সহযোগী এখনো পলাতক রয়েছে। মানববন্ধনে এলাকাবাসী দাবি করেন, পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে এবং এলাকায় মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *