,

কালিগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত

শাহাদাত হোসেনঃ রাজস্ব অফিস পাঠাগার মিলনায়তনে শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ৩ টায় উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে সাতক্ষীরা কালিগঞ্জে সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা-২০০৯ সমস্যা, সম্ভাবনা ও মৎস্য জীবীদের পক্ষে সাংবাদিক ও সুশীল সমাজের করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ ভুমি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফরুল্ল্যাহ ইব্রাহিম এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন উত্তরণ এর অপ্রতিরোধ্য প্রকল্পের সমন্বয়কারী এ্যাডঃ মনির উদ্দীন। বক্তব্য রাখেন উপজেলা ভূমি কমিটির সহ সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ রিপোটার্স ক্লাবের সভাপতি অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, দেবহাটা কালিগঞ্জ ভুমিহীন উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি আলহাজ্ব ওয়াহাব আলী সরদার, রেডিও নলতার স্টেশন ম্যানেজার ও জাতীয় সাংবাদিক সংস্থার সহ সভাপতি প্রভাসক সেলিম শাহারীয়ার, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান গাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা সেক্রেটারী এসএম গোলাম ফারুক, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান প্রমুখ। একর্মশালায় উত্তরণের কালিগঞ্জ শাখার ম্যানেজার আলমগীর হোসেন সহ উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার অর্ধশত ব্যাক্তিবর্গ অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *