,

কালিগঞ্জে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শাহাদাত হোসেন,বিশেষ প্রতিনিধিঃদরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিআরডিবি কার্যালয়ের আয়োজনে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা পারভীনের সভাপতিত্বে বুধবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। তিনি তার বক্তব্যে বলেন- শিক্ষার মান উন্নয়নই নিজেকে আত্মবলিয়ান হিসাবে গড়ে তোলা সম্ভব। বর্তমান সমাজে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই। ছাত্র জীবন থেকেই নিজেকে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। বিগত করোনা কালীন শিক্ষার ধারাবাহিকতা ব্যহত হয়েছিল, আমরা সেটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। পাঠ্য পুস্তকের পাশাপাশি বঙ্গবন্ধুর আত্মজীবনীসহ আলোকিত ব্যাক্তিদের লেখা বই পড়তে। পশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক আশেক মেহেদী, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,বিআরডিবির উপজেলা সমন্বয়কারী রফিকুল ইসলাম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কিশোরী শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরন করছে হয়। মহতি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিআরডিবির কর্মী ও কর্মকর্তাবৃন্দ, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *