হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে “সুবর্ণ জয়ন্তী” পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থী ফোরাম এর উদ্যোগে শুক্রবার (২৪ মার্চ) বিকাল ৪ টায় সুবর্ণজয়ন্তী উৎযাপন কমিটির আহবায়ক মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য এর সভাপতিত্বে ও শিক্ষক মোহসীন রেজা মুন্না’র সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান তারিক, প্রাক্তন ছাত্র ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, আবুল কালাম আজাদ, তাপস কুমার ঘোষ,
শেখ আব্দুল করিম, রবিউল ইসলাম রবি, আবু আব্দুল্লাহ মোহাম্মদ জাহিদ, শংকর কুমার ঘোষ, শেখ শামিম আজাদ রনি, ফজলুল হক, শরিফুল ইসলাম সবুজ, জাহাঙ্গীর, আল আমিন প্রমুখ। উল্লেখ্য যে, পবিত্র মাহে রমজানের পরে পবিত্র ঈদ-উল ফিতরের পরেরদিন উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র চৌমুহনী হাইস্কুলের মাঠে সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। বিদ্যালয় প্রতিষ্ঠার ১৯৭৩ সাল হতে প্রাক্তন শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন কাজ চলমান আছে বলে জানালেন উদযাপন কমিটির আহবায়ক সুব্রত কুমার বৈদ্য।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply