,

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  

হাফিজুর রহমান শিমুলঃ
“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদের হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ নভেম্বর-২৫) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রদর্শনীর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালীর প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজিব, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, খামারী শেখ শফিকুল ইসলাম বাবুসহ খামারী প্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময়ে প্রধান অতিথির বক্তব্যে অনুজা মন্ডল বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। এই খাতে যুব সমাজকে উৎসাহিত করতে হবে। পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতেও প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রদর্শনী স্থানীয় খামারিদের উৎসাহ দেবে। সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন করে তুলবে। এতে প্রাণিসম্পদের উৎপাদন যেমন বাড়বে, তেমনি কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহে পৃথক সাতটি স্টলে প্রদর্শনী করানো হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ আইটেম। তবে অনুষ্ঠানের প্রাণ খামারীদের উপস্থিতি মোটেও সন্তোষ জনক নয়। কা‌লিগঞ্জ উপ‌জেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এখন নি‌জেই রোগী। ৭জন ডাক্তা‌রের ১জন প‌দোন্ন‌তি নি‌য়ে মে‌হেরপুর জেলায় চ‌লে গে‌ছেন। ৩জন ডেপু‌টেশ‌নে। ৩ জ‌নের ১জন ভারপ্রাপ্ত প্রশাস‌নিক কর্মকর্তা। মাত্র ২ জনে হাসপাতাল চালা‌চ্ছেন। বিশাল সাফ‌ল্যের ফুলঝু‌রি উপ‌জেলা জু‌ড়ে! হাস‌্যকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *