,

কালিগঞ্জে তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন ………ইউএনও খন্দকার রবিউল ইসলাম

শাহাদাত হোসেন,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃকালিগঞ্জ উপজেলায় ঘেরে মৎস্য উৎপাদনকারীগনের ৩দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় সোমবার (২৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা কৃষি ও সেচ কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। তিনি বক্তব্যে বলেন সরকার কৃষিখাতে ব্যাপক সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। অথনীতিতে দেশের কৃষককূল বেশি অবদান রেখে চলেছে। বাংলাদেশের অর্থনীতিতে কৃষি অন্যতম গুরুত্বপূর্ণ খাত। সেবা ও ম্যানুফ্যাকচারিং খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও খাদ্য উৎপাদনে ধারাবাহিক অগ্রগতি এবং গ্রামীণ কর্মসংস্থানের অন্যতম উৎস হওয়ার কারণে অর্থনীতিতে কৃষির ভূমিকা অপরিবর্তিত রয়েছে। ২০২০-২১ অর্থবছরে জিডিপিতে কৃষি খাতের অবদান ১৩ দশমিক ৪৭ শতাংশ। আজ কালিগঞ্জের তৃণমুল পর্যায়ে চাষিরা কৃষি অধিদপ্তর থেকে সুযোগ সুবিধা পেয়ে অবদান রাখছে। এই কর্মশালার মাধ্যমে উপজেলার মধ্যে ১ শ ২০ কৃষক আধুনিক চাষী হিসাবে প্রশিক্ষণ গ্রহন করবে। তিনদিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও প্রশিক্ষণ প্রদান করেন কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ। ইউজিডিপি প্রকল্পের ইউডিএফ আসমাউল হুসনা।উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে ঘেরের আইলে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষনে অংশগ্রহন করেন উপজেলার ১২ টি ইউনিয়নের মধ্যে ১’শ’ ২০ জনকে প্রশিক্ষন প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *