,

কালিগঞ্জে বাংলাদেশ বেতারের তারুণ্যের কন্ঠ বহিঃ ধারণকৃত অনুষ্ঠান অনুষ্ঠিত

হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৫ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পি। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।সবাই বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বলেন বাংলাদেশের মধ্যে প্রথম বাল্যবিবাহ মুক্ত উপজেলা সাতক্ষীরার কালিগঞ্জ, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন সজাগ রয়েছে। সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে। উপস্থাপক সজীব দত্ত জানান, অনুষ্ঠান টি গত ০৬ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই. ই. এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে। আগামী ২৯ জানুয়ারি শনিবার রাত ০৮ টা ১০ মিনিটে বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, ও আমার গ্রাম আমার শহর শিরোনামে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্য চক্রবর্তী, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিমা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *