হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জের বালাপোতা বাবার ধাম থেকে দুটি স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় আটক হয়েছে দুই মহিলা। থানা পুলিশে সোপর্দ করলেন ইউপি চেয়ারম্যান।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার বাঁশদহা গ্রামের বৃন্দাবন মজুমদারের ভার্সিটি পড়ুয়া মেয়ে জিতা মজুমদার (২২) ও শ্যামনগরের কলবাড়ি গ্রামের স্কুল শিক্ষিকা কল্পনারানী গাইন (৩৮) এর নিকট থেকে ১৪ আনা ও ৯ আনা ৩ রতি ওজনের স্বর্ণের চেইন ছিনতাই হয়। জিতা মজুমদারের চেইন কেটে পালানোর সময় ছিনতাইকারী চক্রের দুই মহিলা সদস্য সাজিদা ওরফে স্বপ্না (২৩) ও পারভীন (২৫) কে আটক করে। কিন্তু ছিনতাই চক্রের সদস্য একাধিক হওয়ায় চেইন অন্য কারো হাতে দিয়ে দেয়। তারা বলেন তাদের দুই জনের বাড়ি সিলেট কিন্তু রংপুর বস্তিতে থাকে। তাদের কথামত তারা দুজনেই স্বামী পরিত্যক্তা এবং দুইজনের একটি করে মেয়ে আছে। বাবার ধাম কর্তৃপক্ষ ছিনতাই চক্রের সদস্যদের আটক করে চাম্পাফুল ইউনিয়ন পরিষদে আনলে চেয়ারম্যান মোজাম্মেল হক তাদের কালিগঞ্জ থানায় হস্তান্তর করেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মামুন রহমান দুই মহিলা আটকের ঘটনাটি নিশ্চিত করেছেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply