,

কালিগঞ্জে বিপুল পরিমাণ ভেজাল মধুসহ এক জনকে আটক করেছে থানা পুলিশ

হাফিজুর রহমান শিমুলঃসাতক্ষীরার কালিগঞ্জে ২ হাজার ৫০ লিটার ভেজাল মধুসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নে এই অভিযান চালানো হয়। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া নারী কৃষ্ণনগরের কামাল হোসেনের স্ত্রী। শুক্রবার (১৪ জুলাই) সকাল ১০ টায় কালিগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চৌকস পুলিশ কর্মকর্তা মোঃ আমিনুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন রহমান, উপ পরিদর্শক মিলন বিশ্বাস প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মরিয়ম বেগমের স্বামী কামাল হোসেন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে মরিয়ম। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাড়ির ভিতরে গোপনে লুকিয়ে রাখা ২ হাজার ৫০ লিটার ভেজাল মধু জব্দ করা হয়। কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, আসামীর কাছ থেকে ভেজাল মধু তৈরীর মেশিন, চিনি সহ বিভিন্ন রাসায়নিক জব্দ করা হয়েছে। জব্দকৃত মধুর বাজার মূল্য আনুমানিক ১০ লাখ ২৫ হাজার টাকা। সাতক্ষীরার মধুর সুনাম ক্ষুন্ন করার জন্য একটি চক্র দীর্ঘদিন যাবত চিনি দিয়ে ভেজাল মধু তৈরী করে বাজারজাত করে আসছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অসাধু চক্রটির বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামীসহ ভেজাল মধু প্রস্তুতে সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কালিগঞ্জ থানায় ১৪ জুলাই-২৩ তারিখে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(সি)/২৫ ডি ধারায় মামলা দায়ের হয়েছে, মামলা নং ১৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *