,

কালিগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী

হাফিজুর রহমান শিমুলঃকালিগঞ্জে জাতীয় ভিটামিন এ’প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে নলতা হাসপাতালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবল কবীরের সভাপতিত্বে ক্যাম্পেইন ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আলহজ্ব আ. ফ.ম. রুহুল হক। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিঃ সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী। বক্তব্য রাখেন হাসপাতালের এমওডিসি ডাঃ সাইরিস মেহের, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ই.পি.আই) টেকনোলজি’র শেখ মশিউর রহমান, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহান, স্বাস্থ্য পরিদর্শক প্রশান্ত সরকার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি আনিসুর জামান খোকন, সহ সভাপতি তারিকুল ইসলাম,সাংবাদিকবৃন্দ সহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বক্তারা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে জাতীয় ভিটামিন- এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগীতা করতে আহবান জানানো হয়। ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের জন্য বিশেষ কার্যকরী ঔষধ। রাতকানা ও অপুষ্টি রোধে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল প্রতিষেধক। আসুন আমরা সবাই মিলে আমাদের প্রজন্মকে সুস্থ্য রাখি, নিজ দায়িত্বে শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর চেষ্টায় কাজ করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *