হাফিজুর রহমান শিমুলঃ
কালিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তা অনুজ গাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুণ আর রশিদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহকারী অধ্যাপক মোসলেম উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান আলীম আল -রাজী টোকন, ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ছাত্র সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব ও আমির হামজা প্রমুখ। সভায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এগিয়ে নিতে বিস্তারিত আলোচনা, পরামর্শ ও সিদ্ধান্ত গৃহীত হয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply