,

কালিগঞ্জে যাত্রী সাধরণের দুর্ভোগ লাঘবে সড়ক সংষ্কার করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

হাফিজুর রহমান শিমুল,কালিগঞ্জ প্রতিবেদকঃসাতক্ষীরার কালিগঞ্জে পথযাত্রী ও জনসাধরণের দুর্ভোগ লাঘবে ব্যাক্তি উদ্যোগে সড়ক সংষ্কার করে প্রশংসিত হয়েছেন নব-নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বুধবার (৮ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলার কালিগঞ্জ টু তালতলা সড়কের কালিদহা নামক স্থানে কার্পেটিং সড়কের ১শ গজ যায়গা দীর্ঘদিন যাবৎ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। একটু বৃষ্টি হলেই প্রতিদিনে ও রাত্রে হাজার হাজার যাত্রী সাধারণকে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। চলতি মন্দা আবহাওয়ায় দুইদিনের বৃষ্টিতে উক্তস্থানে হাটুপানি ও কাঁদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। জনগনের ও যাত্রী সাধারণের চলাচলের সুবিধার জন্যে কালিগঞ্জ উপজেলার ২নং বিষ্ণুপুর ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এগিয়ে আসেন এবং জলমগ্ন কর্দমাক্ত স্থানে ইটবালু ও খোয়া দিয়ে সংষ্কার করে দেন। এসময় শতশত পথযাত্রী ও সাধারণ মানুষ সদ্য নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের জনকল্যাণে এমন উদ্যোগে ভূয়শী প্রশংসা করেন। বিশেষ করে উপজেলার বৃহৎ হাট বুধবারের কুশুলিয়া হাট। এহাটে এই সড়ক দিয়ে হাজার হাজার জনসাধারণ চলাচল করে থাকেন। ঠিক এমন সময়ে অতি জনগুরুত্বপূর্ণ সড়কটির বেহালদশা স্থানে সংস্কার করে দেওয়ায় ব্যাপক প্রশংসিত হয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *