শাহাদাত হোসেন,জেলা প্রতিনিধিঃ শনিবার (১১ ডিসেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জে এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।হাসপাতাল ক্যাম্পাসে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।উপজেলায় মোট ৩২ হাজার ৯ ১৫ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করা হয়। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শেখ তৈয়েবুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা স্যানিটারী কর্মকর্তা আব্দুস সোবহান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট শেখ মশিউর রহমান, গনমাধ্যমকর্মী শেখ ঈমন ও হাসপাতালের সিনিয়র স্টাফ এবং নার্সবৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খন্দকার রবিউল ইসলাম বলেন “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ” তাই আসুন সকলেই নিজ নিজ সন্তানদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াই। আমি নিজে স্বাস্থ্যবিধি মেনে চলি, পরিবার তথা প্রতিবেশীকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করি। করোনা এখন ভিন্ন নামে মানবদেহে প্রবেশ করছে, যার নাম ” অমিক্রণ। সেকারণে নিজ নিজ অবস্থান থেকে আমরা সকলেই সচেতন থাকবো এবং মাক্স ছাড়া ঘরের বাহিরে হবো না। এ উপজেলার ১২ টি ইউনিয়নে ১২ থেকে ৫৯ মাস বয়সের ২৮ হাজার ৯শ ১৫ জন শিশু ও ৬ থেকে ১১ মাস বয়সের ৪ হাজার শিশুকে ভিটামিন এপ্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply