,

কালিগঞ্জে সমবায়ের মাধ্যমে গ্রামীণ জীবনযাপনের সুযোগ সৃষ্টি করতে হবে ……….উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী

কালিগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ৫০ তম জাতীয় সমবায় দিবস। শনিবার (৬ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে প্রথমে বর্ণাঢ্য র‍্যালী উপজেলা চত্বর থেকে সড়ক প্রদক্ষীন করে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। সকাল সাড়ে ১০ টায় উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার র‌বিউল ইসলা‌ম এর সভাপ‌তি‌ত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা খান তৈ‌য়েবুর রহমান। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‌্য রা‌খেন কালিগঞ্জ উপ‌জেলা প‌রিষদের চেয়ারম‌্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন যে, বাংলাদেশ হবে আত্মনির্ভরশীল ও স্বনির্ভর রাষ্ট্র গঠনের। আজ আমরা পিছিয়ে যাচ্ছি কেনো? আমাদেকে আত্মপ্রত্যয়ী হতে হবে, উদ্ভাবনী ও উদ্যোক্তা হয়ে প্রতিষ্ঠিত হতে হবে। সমবায়ীদের গ্রাহক সেবার মান বাড়াতে হবে , তবে গ্রাহকদের নিকট থেকে অধিক সসূদ নিয়ে শোষন করে নয়। তিনি আরও বলেন এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ অত্যন্ত সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি। গ্রামের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে উন্নত গ্রামীণ জীবন যাপনের সুযোগ ও গ্রাম থেকে শহরমুখী জনস্রোত কমাতে এ প্রকল্প ভূমিকা রাখবে। আলোচনা সভায় শংকরপুর বন্ধন সমিতির নির্বাহী পরিচালক আলমগীর হোসে‌নের পরিচালনায় অা‌লোচনা সভায়
বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন সাংবাদিক সমিতির উপজেলা সভাপ‌তি শেখ অা‌নোয়ার হো‌সেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, কা‌লিকাপুর একতা সমবায় স‌মি‌তির সভাপ‌তি ফারুক হো‌সেন, প্রত্যয় সমবায় স‌মি‌তির নাজমুৃল হুদা প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির কর্মী, কর্মকর্তা ও আমন্ত্রীত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *