,

কালিগঞ্জে সুশীলনের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী পালন

হাফিজুর রহমান শিমুলঃবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম মৃত্যুবার্ষিক উপলক্ষে স্মরণ সন্ধ্যার আয়োজন করেছে বে-সরকারি উন্নয়ন সংস্থা সুশীলন। রবিবার (৬ আগস্ট) বিকাল ৫ টায় কালিগঞ্জ সুশীলনের আঞ্চলিক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমান এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আহমাদুল্লাহ বাচ্চু, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, কালিগঞ্জ সরকারি পাইলট স্কুলের ক্রিড়া শিক্ষক সৈয়দ মমিনুর রহমান, পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা, সংগীত শিল্পী কনিকা রানী সরকার, শিক্ষক আবু আব্দুল্লাহ হাসান, নাট্যাভিনেতা গোলাম আয়ুব (জুলু), দৈনিক সত্যপাঠ এর উপজেলা প্রতিনিধি শেখ আল-নূর আহম্মেদ (ইমন), সুশীলনের এরিয়া ম্যানেজার আবু-জাফর মিলন, অডিট অফিসার রবীন্দ্র কুমার মণ্ডল, হিসাবরক্ষণ কর্মকর্তা কৃষ্ণা কর্মকারসজ সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, সুধীবৃন্দ। এ সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি চারণ করে গান, কবিতা, নাটক ও আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *