শাহাদাত হোসেনঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনঃ দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বর্তমান চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২১ নভেম্বর ) উপজেলা আ’লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে,২০১৬ সালে ইউপি নির্বাচনে জয়লাভ করেন তিনি।পুনঃ তিনি নৌকার মনোনয়ন বঞ্চিত হয়ে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে ২৮ শে নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হয়ে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ৪৭ এর (খ) মোতাবেক দলের বিরুদ্ধে অবস্থান এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হয়ে নির্বাচন করায় কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
উক্ত-কমিটির আহ্বায়ক কাজী আব্দুর রহমান বিস্তারিত পর্যালোচনা সাপেক্ষে থানা কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনান্তে উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকারকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply