,

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দিকনির্দেশনায় কাজ করে যাচ্ছে দক্ষিণ শ্রীপুর করোনা এক্সপার্ট টিম

শাহাদাত শাহ।। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির -এর নির্দেশ মোতাবেক,ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম -এর দিক নির্দেশনায়, দক্ষিণ শ্রীপুর করোনা এক্সপার্ট টিমের টিম লিডার দেবাশীস বিশ্বাস -এর নেতৃত্বে লকডাউন বাস্তবায়নে ব্যাপক প্রচার ও গণসচেতনামূলক কাজ করে যাচ্ছে করোনা এক্সপার্ট টিম।সোমবার ২৬ শে জুলাই বেলা ১২ টার দিকে বাঁশতলা বাজারে বিভিন্ন দোকান-পাট ও সাধারণ জনগণকে লকডাউনের বিধিনিষেধ এবং করোনা ভাইরাস প্রতিরোধ করতে হ্যাণ্ড মাইকিং এর মাধ্যমে গনসচেতন মুলক প্রচার করা হয়।করোনাকালীন সময়ে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে গণপরিবহন, হাট-বাজার, শপিংমল, জনসমাগম ইত্যাদি এক জায়গা থেকে অন্য জায়গায় না যাওয়ার জন্য অনুরোধ করা হয় আর অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন স্বাস্থ্যবিধি ও সরকারি নিদের্শনা মেনে চলুন।নিজে সচেতন ও নিরাপদ থাকুন,অন্যকে নিরাপদে রাখুন।এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম,বাংলাদেশ সেনাবাহিনী,গ্রাম পুলিশ এবং শ্রীপুর করোনা এক্সপার্ট টিমের টিম লিডার দেবাশীস বিশ্বাস,ও সহকারী টিম লিডার রফিকুল ইসলাম,সহ করোনা এক্সপার্ট টিমের এর সকল সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *