,

কালিগঞ্জ টু বাঁশতলা সড়কটি এখন সরু খাল

শাহাদাত হোসেন,সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ টু বাঁশতলা সড়কের ফতেপুর স্কুলের সামনে থেকে বাঁশতলা নদীর ধার মৎস্য সেট পর্যন্ত সড়কটি এখন সরু খালে পরিণত হয়েছে চলাচলের ভোগান্তিতে পড়েছে পথচারী ও সাধারণ জনগণ।সরজমিনে গিয়ে দেখা গেছে ও পথচারীরা জানান, কালিগঞ্জ টু বাঁশতলা সড়কের নতুন করে সড়কটি সংস্কার কাজ হচ্ছে কিন্তু ফতেপুর স্কুলের সামনে হতে বাঁশতলা নদীর ধার মৎস্য সেট পর্যন্ত সড়কটি ভেকু দিয়ে খনন করে সরু খালে পরিণত করে রেখেছে প্রায় এক মাসের মত বৃষ্টিতে সড়কটি এখন দেখলে মনে হয় সরু খাল। সড়কে বর্ষায় বড় বড় গর্তে হাটু পানি জমাট হয়ে সরু খালে পরিণত হয়ে আছে। এতে ঝুঁকি নিয়ে পথচারীরা চলাচল করছে দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।জানা গেছে এই সড়ক দিয়ে চলতে গিয়ে সোনাতলা গ্রামের সরজিৎ নামে এক কাঁচামাল ব্যবসায়ী পড়ে গিয়ে তার বুকের হাড় ও হাত ভেঙে গিয়েছে এখন সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

পথচারীরা আরো বলেন সড়কটি ভেকু দিয়ে খনন করে সংস্কারের কাজ বন্ধ রাখার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে করে দুর্ভোগ বেড়ে চলেছে পাকা সড়কটি ভেকু দিয়ে খননের কারণে সামন্য বৃষ্টি হলেই সরু খালে পরিণত হয়।বাঁশতলা মৎস্য সেটে যাওয়ার একমাত্র সড়কটি দীর্ঘ প্রায় এক মাস খনন করে রাখার কারণে মৎস্য চাষী ও মৎস্য ব্যবসায়ী সহ সাধারণ মানুষের চলাচলের খুব অসুবিধা হয়ে পড়েছে একমাত্র এই সড়কটি দিয়ে মহিষকুর গাজীপুর কাঁকড়াবুনিয়া মশরকাটি চান্দুলিয়া বারদা ডেবুখালি বোলাডাঙ্গা এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ও বিষ্ণুপুর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের মানুষের চলাচলের দুর্ভোগ পোহাতে হচ্ছে তাই সড়কের বন্ধ থাকা কাজটি দ্রুত সংস্কারের জন্য এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন পথচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *