,

কালিগঞ্জ থেকে মাদক নির্মূলে সকলেই সচেতনতন হলে জিরো টলারেন্স সম্ভব ……কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন

হাফিজুর রহমান শিমুলঃ

রোটারী ক্লাব অব গুলশান এভিনিউ এর আয়োজনে মাদককে না বলুন সমাজকে ভাল বাসুন এই শ্লোগাকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়ার সেকেন্দার নগর চৌমুহুনীতে মাদক বিরোধী সমাবেশ ও ফলের চারা বিতরন করা হয়েছে। রোটারী ক্লাব অব গুলশান এভিনিউ ঢাকা রোটারীয়ান মোঃ আমিনুর রহমান বকুলের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টুর সঞ্চালনায় মাদক বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন। তিনি বলেন মাদক নিমূর্লে আমাদের সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। তা না হলে মাদক আগামীতে আরও ভয়াবহতায় রুপ নিবে। কালিগঞ্জ উপজেলার প্রতিটি ওয়ার্ডকে মাদক মুক্ত করতে হবে। মাদক নির্মূলে থানা পুলিশ যথেষ্ট আন্তরিক। এলক্ষ্যে আমি সহ থানার সকলেই চেষ্ঠা করে চরেছে। কালিগঞ্জ থানাকে একটি আধুনিক মানবিক থানা হিসেবে তৈরী করতে সক্ষম হয়েছি। অভিভাবকদেরকে সন্তানদের প্রতি বেশি বেশি খেয়াল রাখতে হবে। পুলিশের কার্যক্রমের পাশাপাশি মাদকের বিরুদ্ধো জিরো টল্রারেন্স ঘোষনা করতে চাই । অনুষ্ঠানে বিশেষ অতিথির বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জি, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, কারবালা স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম, আব্দুল গফ্ফার, তরিকুল ইসলাম প্রমুখ। সামাবেশে উপস্থিত শতাধিক ব্যাক্তিকে ফলের চারা বিতরন করা হয়। শেষে ফারুক বায়াতী ও তার দল জারী পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *