,

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুর ইউপি নির্বাচন ভোটের মাঠে ৫ চেয়ারম্যান প্রার্থীর লড়াই্

শাহাদাত হোসেনঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর।এ নির্বাচনে মোট ৫ জন চেয়ারম্যান প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ১২ নভেম্বর হতে তারা শুরু করেছেন ব্যাপক ভাবে প্রচার প্রচারণা। বিজয়ে সকল প্রার্থী আশাবাদী।
এদিকে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আ’লীগের সভাপতি গোবিন্দ মন্ডল। তিনি এবার প্রথম বারের মতো নির্বাচনে অংশ নিয়েছেন।
বিগত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার এবার নৌকা থেকে বঞ্চিত হওয়ায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।
অপরদিকে বিএনপি এবার নির্বাচনে অংশ না নিলেও গত ইউপি নির্বাচনে জুলফিকার আলী সাঁপুই ধানের শীষ নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন। এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতিক নিয়ে নির্বাচনের মাঠে নেমেছেন। অন্যদিকে সাবেক চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়াও হাফেজ মাওলানা শফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হাত পাখা প্রতিক নিয়ে নির্বাচন নেমেছেন। সব মিলিয়ে ৫ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। তবে সবাই সুন্দর পরিবেশে প্রচার-প্রচারণা চালিয়ে মাঠ নিয়ন্ত্রণে রেখেছেন বলে তারা দাবি করেন।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবারের নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তাঁরা আশা করছেন নিজেদের ব্যক্তি ইমেজ ও দলীয় প্রতীক বিদ্বেষী জনরায়কে কাজে লাগিয়ে চমক দেখাবেন।তফসিল অনুযায়ী ১২ নভেম্বর প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা জোরেশোরে প্রচারণায় মাঠে নেমেছেন। নির্ধারিত সময়ে মাইকিংয়ে প্রচারণার বাইরেও সকাল থেকে রাত অবধি প্রার্থী ও প্রার্থীর পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা চলছে। প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার ও চায়ের দোকান এখন ভোটের আলাপে সরগমন হয়েছে। প্রার্থীদের পক্ষে এখন অফিস বানিয়ে চা ও পান খাওয়ানো হচ্ছে সাধারণ ভোটারদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *