,

কালিগঞ্জ প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ তমিজ উদ্দীনের মৃত্যু বার্ষিকী পালন

এস এম শাহাদাত,কালিগঞ্জ প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রথিতযশা সাংবাদিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, সাবেক অধ্যক্ষ তমিজ উদ্দিন আহমদ এর ৯ম মৃত্যু বার্ষিকী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করা হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাবের সার্বিক আয়োজনে শনিবার (১৯ আগষ্ট) সকাল ১০ টায় মরহুমের মাজার জিয়ারত (কালিগঞ্জ কলেজের পিছনে সরকারী কবরস্থান), বেলা ১১ টায় অধ্যক্ষ তমিজ উদ্দিন আহমদের স্মৃতিচারণ, মিলাদ ও দোয়া মোনাজাত কালিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু”র সঞ্চালনায় স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান একেএম জাফরুল আলম বাবু,
কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পাটির সভাপতি আলহাজ্ব মাহবুবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, দুর্ণীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, চাম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল, সরকারী কালিগঞ্জ পাইলট স্কুলের সিনিঃ শিক্ষক জি এম আবু আব্দুল্লাহ, বন্ধু ফোরামের সেক্রেটারী সৈয়দ মাহমুদুর রহমান। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, নির্বাহী সদস্য ফারক আহমেদ উজ্জ্বল, সিনিঃ সদস্য সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মহসীন, হাফেজ আব্দুল গফুর প্রমুখ। বক্তাগন বলেন -শিক্ষা, সংস্কৃতি, সাংবাদিকতায় এক অনন্য ব্যক্তিত্ব ছিলেন কালিগঞ্জের বাংলা স্যার খ্যাত সাবেক অধ্যক্ষ তমিজউদ্দিন আহমেদ। একাধারে তিনি কালিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি, রোকেয়া মুনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, কালিগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপজেলা ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ, এমনি ভাবে বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন বরেণ্য এই ব্যাক্তি। তিনি স্বপ্ন দেখতেন শিক্ষা বিস্তারের, সমাজ উন্নয়নের। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ঈমাম, পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সূধীবৃন্দ।এছাড়াও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে ও এতিমখানায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণসভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলতা আহ্ছানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ রমিজ উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *